মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি প্রতিনিধি~
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক যুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে লড়ে রানার আপ হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের টিম ‘বিদ্রোহী’।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিতর্ক দল নিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ AUSTDC Nationals ২০২৪ বিতর্ক যুদ্ধে সেমিফাইনালে বুটেক্স কে হারিয়ে ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে বিতর্ক লড়ে রানার আপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জুনিওর বিতর্ক দল ‘বিদ্রোহী’।
জুনিওর এই বিতর্ক দলে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী আফরাজুর রহমান রাহাত, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ ইসরাক লাবিব এবং অর্থনীতি বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান।
উল্লেখ্য, AUSTDC Nationals ২০২৪ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও ২১ সেপ্টেম্বর ২০২৪ এ ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়।