
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিট পুলিশের কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সংশ্লিষ্টদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রনে মঙ্গলবার পৌরসভা সহ হরিঢালী, কপিলমুনি,লতা-দেলুটি,গদাইপুর, রাড়ুলী, লস্কর,গড়ইখালী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সুশীল সমাজ,জনপ্রতিনিধি ও নানা শ্রেনী পেশার প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসব মতবিনিময় সভায় করনীয় বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এসআই আব্দুল আহাদ,এসআই তরিকুল ইসলাম, এসআই মাসুদুর রহমান, এসআই খায়রুল আলম, এসআই মফিজুল ইসলাম,এসআই আনিছুর রহমান, এসআই সবুজ,এএসআই গৌতম মন্ডল ও এএসআই আলতাফ হোসেন।
এ বিষয়ে থানার ওসি মো, সবজেল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ,শিশু সুরক্ষা,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,বয়স্ক প্রতিবন্ধীদের সুরক্ষা, নিশ্চিত করার লক্ষ্যে ,ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে।