বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
দীর্ঘ ১৫/২০ বছরের যাতায়াতের রাস্তার সমাধান করল এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে প্রকাশ,বটিয়াঘাটা উপজেলার গাওঘরা পূর্ব পাড়া প্রাইমারী স্কুলের পাশেই তিন ভাই মকবুল গাজী, হাবিবুর গাজী ও মাহবুব গাজীদের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল মনো মালিন্য ও ঝগড়াঝাঁটি। দীর্ঘদিন যাবত ভাইদের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসলেও পরিবারের মধ্যেও একাধিক বার বসাবসি হলেও সমাধান করতে পারেনি স্থানীয়রা। পরে শনিবার ৩০ নভেম্বর ২০২৪, সুরখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ রাশেদ কামাল এর নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় অবশেষে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পত্তির বিরোধের নিষ্পত্তি করা করেন।
ভুক্তভোগী তিন ভাই ও স্থানীয়রা বলছেন, অত্যন্ত খুশি তারা। দীর্ঘদিনের মনোমালিন্য নিষ্পত্তি হওয়ায় খুব আনন্দিত তারা। সুত্রে প্রকাশ তাদের ভাইদের মধ্যে এখন থেকে আর কোন মনোমালিন্য ও সমস্যা রইল না। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মেজবা শেখ, মোমিন শেখ, মিজান সরদার, জাহাঙ্গীর শেখ, মুক্তার গাজী ইলিয়াস শেখ সহ স্থানীয় এলাকাবাসী। ভুক্তভোগী পরিবার রাশেদ কামাল সহ সকলকে ধন্যবাদ জানান।