
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
গাজায় ইসরায়েলি কতৃক ফিলিস্তিনি মুসলিমদের নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ এবং বিকালে হেফাজতে ইসলাম পাইকগাছা উপজেলা শাখা এবং আহলে হাদিস সংগঠন পৃথক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিকালে হেফাজতে ইসলামের একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এর আগে পৌরসভা মাঠে শহিদ মিনার চত্বরে সংগঠনের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি কুদরত উল্লাহ’র সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়াইস আহমেদ, পৌর সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম, মাওলানা আকবর হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওলানা আব্দুল করিম, আব্দুল ওহাব, আবুল কালাম, আমানউল্লাহ, হাফেজ আব্দুস সবুর, মুফতি আব্দুর রহিম, মাওলানা সাঈদুর রহমান, আসাদুর রহমান, মুফতি বজলুর রহমান, সাইফুল ইসলাম, মোজাম্মেল হুসাইন, আব্দুল গফফার, অধ্যক্ষ আজহার আলী, মাওলানা আমির উল্লাহ, দ্বীন মোহাম্মদ, নূরে আলম সিদ্দিকী, ইয়াসমিন আহমেদ, হালিমুল ইসলাম, জামাল উদ্দিন, মুফতি রাহাত উদ্দিন ও হাবিবুর রহমান।
অপরদিকে জুম্মাবাদ আহলে হাদিস সংগঠনের বিক্ষোভ মিছিল টি সরল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। পরে জিরো পয়েন্ট চত্বরে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, ইমাম আসাফুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আসাদুল ইসলাম, অলিউর রহমান, সেলিম জাহাঙ্গীর সুমন, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আসাবুর রহমান শিমুল, জাহিদুর রহমান, ফয়সাল সরদার, আরিফুল ইসলাম রনি, আব্দুল্লাহ গাজী, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুল করিম জোয়ার্দার, গফফার জোয়ার্দার, নাসির গোলদার, কেসমত গাজী ও আছাবুর রহমান জোয়ার্দার।
সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান। একই সাথে ইসরায়েলী পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহবান জানান।