বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি'র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন, বটিয়াঘাটা ডিগ্ৰি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান,প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান,বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি,খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস,সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু প্রমূখ।
সভায় বিজয় দিবস উদযাপনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।