
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
উদ্দীপনা, উৎসব আর আশাবাদের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে রবিবার দুপুরে পাইকগাছায় অনুষ্ঠিত হলো অরিনা ট্যুরস্ এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন। নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য আর মানুষের কর্মসংস্থান ও বৈদেশিক ভ্রমণে নির্ভরযোগ্য সেবা প্রদানের অঙ্গীকারে পথচলা শুরু করলো এই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবুল কালাম আজাদ (কালু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুন কি মিয়া,অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (সুপ্রিম কোর্ট, ঢাকা), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) এস, এম, লোকমান হাকিম,সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মোস্তফা মোড়ল, আলি সরদার সৈয়দ, নাজমুন নাহার মুন, আমিনুল ইসলাম, অন্তর মোল্লা, মুক্তিযোদ্ধা মোস্তফা সানা (সমাজবেক) এবং বাবু কৃষ্ণ পদ মণ্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান, পাইকগাছা উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন এবং পরিচালনা করেন রওশনারা বেগম। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহাবুব হাসান (অমিদ) ও ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।বক্তারা বলেন, অরিনা ট্যুরস্ এন্ড ট্রাভেলস শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হবে কর্মসংস্থান, সেবা ও বিশ্বভ্রমণের এক নতুন আলোকিত দরজা। তারা প্রতিষ্ঠানের সফলতা ও দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।















