সর্বশেষ:

মোদির সঙ্গে বৈঠকে পুতিন: জ্বালানি, বাণিজ্য ও পারমাণবিক প্রকল্পে শক্তিশালী সহযোগিতার প্রতিশ্রুতি

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে ভারত চাইলে রাশিয়া “নিরবচ্ছিন্নভাবে” জ্বালানি তেল সরবরাহ করতে প্রস্তুত। শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদির দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান পুতিন। তিনি বলেন, মোদির সঙ্গে আলোচনা ছিল “গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ”, এবং বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত ফোনালাপও হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোকে “আকর্ষণীয়” হিসেবে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের সফরকে কেন্দ্র করে বাণিজ্য ও কৃষি–—দুই খাতেই সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন চুক্তি হয়েছে। এগুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বিশেষ করে, দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন পুতিন।

জ্বালানি নিয়ে পুতিন বলেন,“ভারতকে আমরা নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত।”

তবে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার জ্বালানি কেনার মাধ্যমে ভারত ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

দুই দিনের সফরে পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান। পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাত ৯টার দিকে পুতিন ভারত ত্যাগ করার কথা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana