প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন
বেনাপোল পোর্ট থানা এলাকায় র্যাব-৬ এর অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোর প্রতিনিধি:
গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সফল অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সাম্প্রতিক সময়ে র্যাব-৬ জানতে পারে, একাধিক মাদক চক্র দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলের বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৬ মাদক চক্রের ওপর নজরদারি বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপন করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গত ০৫ নভেম্বর ২০২৪ তারিখ, রাত ৩:৫৫ টার দিকে র্যাব-৬ এর আভিযানিক দল জানতে পারে যে, বেনাপোল থানাধীন ৫ নম্বর পুটখালী ইউনিয়নের পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আশেপাশে কিছু মাদক ব্যবসায়ী ফেনসিডিল কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৪:০৫ টার দিকে র্যাবের দল উক্ত স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন সন্দেহভাজন পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় মোঃ মনিরুজ্জামান (৪৩), পিতা- মৃত জাহান আলী, বাসিন্দা- পুটখালী পশ্চিমপাড়া, বেনাপোল পোর্ট থানা, যশোর। আটককৃত মনিরুজ্জামানের কাছ থেকে মোট ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান স্বীকার করে যে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেনাপোল সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.