সর্বশেষ:

battle of words and wisdom

খুবিতে ‘ইগনাইট ২০২৫ : ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ ফাইনাল রাউন্ড সম্পন্ন

battle of words and wisdom
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সায়েন্সেস (কেইউএএএস) আয়োজিত দুই দিনব্যাপী কুইজ ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘ইগনাইট ২০২৫ : ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২৪ ও ২৫ ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক পর্ব থেকে নির্বাচিত চারটি দল কুইজ ফাইনালে এবং সাতজন শিক্ষার্থী পাবলিক স্পিকিং-এরফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুইজ প্রতিযোগিতায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দল ‘দ্য থিঙ্কার্স’ চ্যাম্পিয়ন হয়। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দল ‘ফ্যাক্ট ফোর্স’ প্রথম রানার-আপ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দল ‘ট্রায়াম্ফ ট্রায়ো’ দ্বিতীয় রানার-আপ হয়। অন্যদিকে, পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারিহা হক চ্যাম্পিয়ন হন। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী ফৌজিয়া ফারিয়া জেবা প্রথম রানার-আপ এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সায়মা ইসলাম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কেইউএএএস-এর চিফ এডভাইজর প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রধান মডারেটর প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির এবং সহযোগী অধ্যাপক ড. তারেক আরাফাত।

সভাপতিত্ব করেন কেইউএএএস-এর বর্তমান সভাপতি লাবনী আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কেইউএএএস-এর লোকাল অপারেশনাল অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী এক্সচেঞ্জ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া জাহান তাম্মী।
আলোচনা পর্বে অতিথিবৃন্দ কেইউএএএস-এর আন্তর্জাতিক কার্যক্রম, আইএএএস বাংলাদেশ-এর সদর দপ্তর হিসেবে সংগঠনটির ভূমিকা এবং নবীন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana