
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুর খাকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় শনিবার বিকেলে বিশেষ অভিযানে উপজেলার সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মো,আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই মোহাম্মদ এনায়েত হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিকে পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য বটিয়াঘাটা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।