সর্বশেষ:

batiaghatay juarider jail jorimana prodan

বটিয়াঘাটায় ৮ জুয়াড়িকে জেল জরিমানা প্রদান

batiaghatay juarider jail jorimana prodan
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

বটিয়াঘাটার পল্লী থেকে মোবাইলে জুয়া খেলার অপরাধে ৮জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৯ মার্চ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা প্রদান করেন ।

এছাড়াও প্রতিবন্ধী রিয়াজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা জরিমানা প্রদান করেন। মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গনে সেনাবাহিনী ও বটিয়াঘাটা থানা পুলিশ’র যৌথ অভিযানে মোবাইলে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেন। ধৃত জুয়াড়িরা হলেন,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার শাহগির শেখের পুত্র রাকিব(২৫), ওলিয়ার রহমানের পুত্র রাজু (৩০), সাইফুদ্দিন শেখের পুত্র রাব্বি (২১), শফি শেখের পুত্র রিয়াজ (২১), কেরামত শেখের পুত্র শাকিব (২১), ছালাম শেখের পুত্র আল আমিন (২৭), ও মহিউদ্দিন শেখের পুত্র শাকিব (২৫)। এসময় ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৮ টি মোবাইল ফোন উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনী ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana