বটিয়াঘাটার উপজেলার পার-বটিয়াঘাটা গ্রামে আজ রবিবার স্ত্রীর পরকিয়ার কারনে সুজিত সরকার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ঠাকুরদাসের পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, সুজিত সরকার বেশ কয়েক বছর ধরে শারিরীক ভাবে দুর্বল থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রী শর্বরীতা সরকার পরকিয়ায় জড়িয়ে পড়ে।
সুজিত বিষয়টি জানতে পেরে স্ত্রীকে কয়েক বার নিষেধ করলেও সে পরকিয়া ছেড়ে আসতে পারেনি। ক্ষোভে দুঃখে অভিমানে সুজিত রবিবার গভীর রাতে ঘর থেকে বের হয়। তার স্ত্রী রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পুকুর পাড়ে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার করলে বাড়ির আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি তদন্ত মো: মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং - ১৫।