খুলনা প্রতিনিধি :
বটিয়াঘাটার পল্লীতে গলায় ওড়না পেছিয়ে এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,বটিয়াঘাটা উপজেলার শৈলমারি এলাকায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে শৈলমারী এলাকার মো: রিয়াদ হোসেনের স্ত্রী হাবিবা খাতুন (২৪), এক সন্তানের জননী নিজের ঘরের ভিতর বাসের ঢাবার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে।
নিহত হাবিবার স্বামী রিয়াদ জানায়,পার্শ্ববর্তী একটি যুবক দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে উক্তাত্ত করে আসছে। যে কারণে ক্ষোভে দুঃখে সে আত্মহত্যা করতে পারে। নিহত হাবিবার ভাই লাভলু শেখ সহ তার আত্মীয়-স্বজন বলেন, দীর্ঘদিন ধরে হাবিবাকে রিয়াদ অত্যাচার ও নির্যাতন করত। কিছুদিন আগে হাবিবার স্বামী রিয়াদ তাকে মারপিট করে নির্যাতন করে। এমনকি রিয়াদ তার একটি হাত ভেঙে দেয়।
দীর্ঘ দুই তিন মাস হাবিবা বাপের বাড়ি সুরখালি ইউনিয়নে পারশ্বেমারী এলাকায় থেকে চিকিৎসা নেয়। পরে রিয়াদ ক্ষমা চেয়ে তার স্ত্রী হাবিবকে বাড়িতে নিয়ে যায়। নিহত হাবিবার ভাই লাভলু সেখ বলেন,আমার বোনকে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছে রিয়াদ। রিয়াদ মাদকাসক্ত, মাদকের সাথে যুক্ত সে। নেশা করে থাকে সবসময়। আমরা এই হত্যার সঠিক ন্যায় বিচার চাই। ঘটনাস্থলে বটিয়াঘাটা থানার ওসি সহ সঙ্গীয় ফোর্স পরিদর্শন করেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে। থানার ওসি মোস্তফা খায়রুল বাসার বলেন, মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব না এটা হত্যা না আত্মহত্যা।