বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কর্তৃক (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায়) বটিয়াঘাটায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী অভিযান চালিয়ে উপজেলার আমিরপুর ইউনিয়নের বাইনতলা ঈদগাহ মোড়ে অবস্থিত মেসার্স আয়ান ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে সৈয়দের মোড়ে অবস্থিত তাজ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই দিনে ঘোষ সুইটস প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করার অপরাধে ৩ হাজার টাকাসক সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সহ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো অনেকে।