সর্বশেষ:

batiaghata up sodosser barite churi

বটিয়াঘাটায় ইউপি সদস্যের বাড়িতে দুর্দ্ধর্ষ চুরি সংগঠিত

batiaghata up sodosser barite churi
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের মেজবা মেম্বারের বাড়িতে দার্দ্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। জানা যায়, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন আহমেদ তার মেয়ের পড়াশুনার সুবাদে ধীর্ঘদিন যাবৎ স্বপরিবার নিয়ে খুলনা শহরে বসবাস করে। আর এই সুযোগে চোর সিন্ডিকেট চক্র মেম্বারের বাড়িতে প্রবেশ করে বাড়ির উঠানে থাকা টিউবওয়েল,ঘরের ভিতরে ঢুকে একটি মটোর, ১০ বস্তা ধান, দুইটা কম্বল, আইপিএস, ফ্রিজে থাকা মাছ, মাংস সহ আলমারি ভেঙে বিভিন্ন প্রকার মূল্যবান মালামাল নিয়ে যায়। ইউপি সদস্যের বাড়ি চুরি হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনায় গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে কাইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana