সর্বশেষ:

batiaghata theke ek mohilar lash uddhar

বটিয়াঘাটার দারোগাভিটা এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার

batiaghata theke ek mohilar lash uddhar
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা শান্তিনগর এলাকা থেকে এক নারী মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়,ভিকটিমের নাম সুফিয়া বেগম (৬৫), স্বামী: হান্নান মাতব্বর। নিহত মহিলা সুফিয়া বেগম দারোগাভিটা শান্তিনগর এলাকায় তার নিজ বাড়িতে একা বসবাস করতেন। তার ছেলে আব্দুর রহমান খুলনায় বসবাস করেন।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভিকটিমের প্রতিবেশী শাহ আলম এর স্ত্রী সুফিয়া বেগম সবজি দিতে এসে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে বটিয়াঘাটা থানা পুলিশকেে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসীর অভিযোগ দুষ্কৃতকারীরা মহিলাকে রাতের আধারে হত্যা করে বাড়ির বারান্দায় খড়খুটার উপর ফেলে রেখে যায়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রহিম বলেন,মৃতদেহের মাথার ডানপাশে এবং বাম কানের সাইডে আঘাতের চিহ্ন ও নাক-মুখে রক্ত পাওয়া গেছে। পরিকল্পিত ভাবে উক্ত নারীকে হত্যা করেছে বলে ধারণা করা যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana