সর্বশেষ:

batiaghata songbordhona onusthan

বটিয়াঘাটায় সংবর্ধনা অনুষ্ঠান

batiaghata songbordhona onusthan
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধি:-

বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন কমিশন বটিয়াঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় বদনাখালী ছয়ঘরিয়া মাদ্ররাসা মাঠ প্রাঙ্গনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অতিথি ছিলেন ছয়ঘরিয়া মদিনাতুল উলুম সুলতানিয়া কওমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মো: সোলায়মান ফারাজী।

কমিশনের উপজেলা শাখার সভাপতি অনুপল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরদার মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি মানবাধিকার সংরক্ষণ কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সরদার মোমিনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারন সম্পাদক সরদার লিয়াকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঃ কুদ্দুস ফারাজী, মাদ্রাসা শিক্ষক সালমান সাদিক, হাফেজ সাজিত আলম, সুলাইমান ফারাজী, মুফতী আঃ মান্নান ফারাজী, মুফতী হাফিজুর রহমান মুফতী কবির হাসান, এস,এম, গোলাম মোস্তফা, আঃ মালেক ফারাজী, বাদশা হাওলাদার, হাফেজ মুহাঃ ইয়াসীন আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবীদ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana