সর্বশেষ:

batiaghat pollite ek kishorike opohoron

বটিয়াঘাটার পল্লীতে এক কিশোরী অপহরণ : থানায় অভিযোগ

batiaghat pollite ek kishorike opohoron
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

বটিয়াঘাটার পল্লীতে এক কিশোরী অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিয়েও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। ভুক্তভোগী পরিবার বলেন, আমার মেয়ে সনিয়া খাতুন (১৫), গত দুই বছর পূর্বে পড়ালেখা ছেড়ে দেয়।

সেই থেকে আমার মেয়ে বাড়ীতে থাকে। বটিয়াঘাটা উপজেলার শম্ভুনগর এলাকার হাসমত শেখ আমার মেয়েকে তার ছেলের সাথে বিবাহ দেবে বলে প্রস্তাব দেয়। কিন্তু আমরা তার প্রস্তাবে রাজি হয়নি। তারই প্রতিশোধ নেওয়ার জন্য, হাসমত শেখ এর ছেলে মোঃ কারিমুল শেখ গত ৩ আগস্ট ২০২৫, সকালে আমার মেয়ে জুতা কেনার জন্য সুন্দরমহল বাজারে যায়। ঐদিন অনুমান ১১ টার সময় সুন্দরমহল বাজার থেকে সনিয়া খাতুন (১৫) কে কারিমুল শেখ জেরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের মেয়েকে খোঁজাখুজি করি। পরে জানতে পারি, কারিমুল শেখের পিতা ও তার বাড়ির অন্যান্যদের সহযোগিতায় আমার কিশোরী মেয়েকে অপহরণ করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত হলেও আমার মেয়েকে খুঁজে পাইনি পুলিশ। অপহরণকারী কারিমুলের বিরুদ্ধে ইতোপূর্বে এলাকার একটি কিশোরীকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। মাদকের সাথে রয়েছে তার সক্ষতা বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সম্প্রতি আদালত থেকে জামিনে রয়েছে সে। অন্যদিকে বিবাদীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন লোক মাধ্যম আমাদেরকে ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দিচ্ছে। আমরা থানার অভিযোগ দিয়েও সঠিক কোন ন্যায় বিচার পাচ্ছি না।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana