সর্বশেষ:

বাগেরহাটের রামপালে সুন্দরবন রক্ষায় যুব ফোরামের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবন সুরক্ষায় যুব ফোরামের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় রামপাল বিআরডিবি’র অডিটরিয়ামে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের ব্যানারে এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সহ সভাপতি ও বেলা সদস‍্য এ, এইচ নান্টু। বাগেরহাট রূপান্তরের সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন প্রশিক্ষণ প্রদান করেন। শিউলি চাকমা ও উন্নয়ন কর্মী মোঃ মাহফুজ। ইয়োথ ফর দ্য সুন্দরবনের রাসেল শেখ, ফারুক শেখ, প্রান্ত বাছাড়, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ।

কর্মশালায় সুন্দরবন কে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক পলিথিনের ব্যাবহার কমিয়ে আনার জন্য নানামুখী প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রামপালে ইতিমধ্যে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের যুব ফোরাম কি কি পদক্ষেপ গ্রাহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana