
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিলজংগ এলাকায় জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শরিকুল কামাল কারিম, জেলা ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ, প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষাবিদ মাওলানা মাহফুজুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক শিক্ষাবিদ মাওলানা মানফুজুর রহমান বলেন, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট মূলত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। হিফজুল কোরআন এন্ড ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে একটি সম্পূর্ণ মাদরাসা হবে এটি। এখানে স্বল্প ব্যয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেওয়া হবে















