
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া দেওয়ানবাটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২১ ডিসেম্বর শনিবার সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারী হাবিব খন্দকার বুকু, মোজাম খন্দকার, মাহতাব, রহিমা খাতুনকে বাধা দিতে গেলে নারী সদস্যদেরও মারধর করা হয়। এ সময় হাবিবুর রহমান, খালিদ হাসানকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে ভুক্তভোগীদের ডাকচিৎকার আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট ২৫০ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর আরো জানান, হাবিব খন্দকার বুকু বিগত স্বৈরাচারী সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী ছিল ও এলাকার সাধারণ মানুষকে চরম নির্যাতন করেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুম হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।















