সর্বশেষ:

at-dofa-dabite-maulker-saroklipi-prodan

৮দফা দাবিতে মাউক’র স্মারকলিপি প্রদান

at-dofa-dabite-maulker-saroklipi-prodan
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভার উন্নয়নে ৮ দফা দাবিতে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের (মাউক) পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট স্মারকলিপি প্রদান করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।

এসময় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট প্রধীশ হালদার, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯৯৭ সালে ১ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে ‘তৃতীয়’ থেকে “দ্বিতীয় “, “দ্বিতীয় ” থেকে “প্রথম ” শ্রেণিতে উন্নীত হলেও সুদীর্ঘ ২৮ বছরে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই পৌরসভার উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা । দাবি সমূহ হলো – পৌরসভার অভ্যান্তরে লোনাপানি উঠানামা বন্ধ করা। যারা ওয়াদার বাঁধ কেটে বা সরকারি স্লুইসগেট দিয়ে লোনাপানি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। পৌরসভার সাপ্লাই পানির প্রবাহ বৃদ্ধি, স্বাস্থ্য সম্মতসহ পানির মূল্য কমানো, পৌরসভার ৫নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও পাকাকরণ, পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও সংস্কার, পৌরসভার জিরো পয়েন্টে বাস-ট্রাক পার্কিং বন্ধ সহ পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত করণ, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মাণ, গরুছাগলের হাট নির্মাণ, ষ্ট্রিট লাইট স্থাপন ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, পৌরসভার শহর রক্ষা বাঁধ নির্মাণ ও মধুমিতা পার্কটি সম্পূর্ণ দখল মুক্ত করে সংরক্ষণ ও বিনোদনের উপযোগী করার দাবি জানানো হয়। এ

সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন , সমস্যা গুলো দীর্ঘদিনের। সকলের সহযোগিতা পেলে সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana