সাভার আশুলিয়া প্রতিনিধী শরিফ মিয়া
আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ মো. আখিল ইসলাম (২৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান। এর আগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আখিল ইসলাম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার মো. লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি একজন পেশাদার ও কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার সংলগ্ন ব্রীজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন এসআই মো. শহিদুজ্জামান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।