
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছার লস্করে উঠান বৈঠক, আলোচনা সভা ও ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, চাঁদখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, ইউপি সদস্য পরমানন্দ সানা, দিলীপ মন্ডল, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, অঞ্জলি রাণী ঢালী, মর্জিনা বেগম,তাজ উদ্দিন ও ইউপি সচিব ফারুক হোসেন। অনুষ্ঠানে লস্কর ইউনিয়নের ৬৫ জন উপকার ভোগীদের মাঝে সমাজসেবা দপ্তর থেকে ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়।