সর্বশেষ:

ainjibi sohokari somitir barshik nirbachon

পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সভাপতি বিমল। সম্পাদক মহানন্দ

ainjibi sohokari somitir barshik nirbachon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির মোট ভোটার ৭৮ জন, ভোট প্রদান করেছেন ৭৩ জন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিমল কৃষ্ণ মন্ডল নির্বাচিত হন। সাধারন সম্পাদক মহানন্দ ও মো আব্দুল মাজেদ প্রতিদন্দিতা করেন ৩৭ ভোট পেয়ে মহানন্দ সম্পাদক পদে নির্বাচিত হন। সহ সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় রবীন কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিশ্বজিত বাওয়ালী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতায় পবিত্র কুমার সরদার নির্বাচিত হয়। ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো: শিমুল সরদার নির্বাচিত হন এবং সদস্য পদে শেখ সুমন আহমেদ ৫৩ ভোট, সুরঞ্জন কুমার বৈদ্য৫১ ভোট, স্বরাজ কুমার সরকার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশন ছিলেন এ্যাড একরামুল হক বিশ্বাস। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ্যাড রশনা শারমিন আখি ও এ্যাড বিজয় কৃষ্ণ মন্ডল

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana