সর্বশেষ:

খুলনা ডুমুরিয়ার কাপালীডাঙ্গা এলাকায় আদালতের রায় অমান্য করে বাড়ি দখলের চেষ্টা : থানায় অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কাপালীডাঙ্গা এলাকায় আদালতের রায় অমান্য করে বড় ভাইর নির্মাণকৃত পাকা ভবন মেজ ভাই তোফাজ্জল সানা কর্তৃক দখলের চেষ্টা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোফাজ্জেল সানা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ উভয় পক্ষকে থানায় তলব করেছেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় দুই পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

যেকোনো সময় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের কাপালিডাঙ্গা এলাকায় মোফাজ্জেল সানা তার নিজের বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করে বিল্ডিং তৈরি করছেন। ভবনের কাজ প্রায় শেষের পথে । এ অবস্থায় মোফাজ্জেলের মেজ ভাই তোফাজ্জেল সানা উক্ত ভবন নির্মাণ কাজের বাধাগ্রস্ত ও ওই ভবন দখলের চেষ্টা করে। জানা যায়, ভুক্তভোগী মোফাজ্জেল সানা বলেন,দীর্ঘ ২৫/ ৩০ বছর আগে আমার পিতা বেঁচে থাকা অবস্থায় আমাকে উক্ত জায়গাটির পরিবর্তে আমার মেজ ভাইকে বিলের এক বিঘা জমি দেয়া হয়।

সেই থেকে আমি উক্ত সম্পত্তিতে বসবাস করে ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ আমার মেজ ভাই কোন কারণ ছাড়াই আমার ভবন নির্মাণ কাজে বাধা দিচ্ছে এবং ভবনের ভেতর ঢুকে দখলের চেষ্টা করছে। আমার মেজ ভাই আমার বিরুদ্ধে উক্ত সম্পত্তির নিয়ে আদালতে মামলা করে। সে মামলায় রায় আমার পক্ষে হয়। এছাড়া এলাকায় উক্ত সম্পত্তি নিয়ে একাধিকবার বিচার সালিশ হলেও আমার মেজ ভাই তা মানে না। আমার মেজ ভাই আওয়ামী লীগের একজন অন্যতম সদস্য।

সেই সুবাদে তার লোকজন দিয়ে আমার পরিবারকে জীবন দাশের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে এবং ঘর নির্মাণ কাজে বাধাগ্রস্থ করছে। বর্তমান আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার মেজ ভাই ও তার ছেলে আমার বিভিন্ন ক্ষতিসাধন করতে পারে। ভুক্তভোগী মোফাজ্জেল সানা আরো বলেন, ডুমুরিয়া থানায় অভিযোগ দিলেও সঠিক ন্যায়বিচার পাচ্ছিনা আমি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana