সর্বশেষ:

খুলনায় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

খুলনার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবা নাঈম হোসাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ আগস্ট ২০২৫ সকাল ১১টা ৩০ মিনিটে সিজারের মাধ্যমে তার পুত্রের জন্ম হয়। জন্মের পর নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুর ডান হাতে ভুলভাবে ক্যানুলা প্রবেশ করানো হয়, যার ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

নাঈম হোসাইনের দাবি, শিশুর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষু অবস্থায় ছাড়পত্র দেয়। পরে অন্যত্র চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়।

তিনি অভিযোগে আরও লেখেন, “আমার সন্তানের মৃত্যু শুধু আমাদের পরিবারের জন্যই নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনা ও ক্ষোভের বিষয়। প্রতিষ্ঠানের চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবহেলা, গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি নিষ্পাপ প্রাণ অকালেই ঝরে গেল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana