সর্বশেষ:

achiya dhrshon ghotonay manob bondhon

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় মানববন্ধন

achiya dhrshon ghotonay manob bondhon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় খুলনার পাইকগাছা জিরো পয়েন্ট চত্বরে সমন্বয়ক আব্দুল কাদের নয়ন এর সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যানারে স্লোগান দেশজুড়ে আজ দাপিয়ে বেড়ায় অত্যাচারির নগ্নরুপ,আমরা কি সব অন্ধ স্থাবক এসব দেখে রইব চুপ?

আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানান, তারা আরো বলেন ধর্ষকের এমন ভাবে শাস্তি দিতে হবে,সেই শাস্তি দেখে আর যেনো এই সোনার বাংলায় কেউ সাহস না পায়। তারা আরো বলেন গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন,আব্দুল কাদের নয়ন,সুমন আহমেদ,আসেফ আনজুম লাবিব,আলভি আল- মুহিত,মো. সাইফুলইসলাম, রাকিবুল, হাসান ,আব্দুল্লাহ্ মামুন,গাজী তানভীর আহমেদ, তামান্না,সুমনা,তনু,বৃষ্টি,আনিকা প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় সিএম এইচ এর আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana