পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি->>
খুলনার পাইকগাছায় স্থানীয় জনতা বুধবার (২৬ জুলাই) বেলা ৩ টার দিকে উপজেলার হরিণখোলা এলাকা থেকে পিতলের তৈরি একটি রাধাকৃষ্ণের মুর্তি উদ্ধার করে থানা পুলিশের কাছে জমা দিয়েছে। মুর্তিটি উপজেলার হরিণখোলার জনৈক।আব্দুল আলীমের কাছে রক্ষিত ছিল।
থানা পুলিশ জানায়, আলীমের কাছে মূর্তি থাকার খবরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের প্রচেষ্টায় মুর্তিটি উদ্ধার করে বুধবার (২৬ জুলাই) বেলা ৩টার দিকে স্থানীয় জনৈক কামরুজ্জামানের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কামারুজ্জামান জানান, ১৫/২০ দিন আগে হরিণখোলা গ্রামের সওকাত গাজীর ছেলে আলিম ও ইয়াসিন মোস্তফার ছেলে মুজাহিদ উপজেলার সুরখালী এলাকায় মাটি
কাটার সময় মূর্তিটি দেখতে পেয়ে তাদের মধ্যে আলিমের কাছে রেখে দেয়।
সর্বশেষ সেটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, মূর্তিটি হস্তান্তরের পর জুয়েলারীতে পরীক্ষায় দেখা যায় সেটা পিতলের তৈরী। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। মূর্তিটি থানার মালখানায় রাখা হয়েছে।