সর্বশেষ:

morolgonje jomir malikder mob bondon

‘জমি যার ঘের তার’ এমন দাবিতে মোরেলগঞ্জে জমির মালিকদের মানববন্ধন

morolgonje jomir malikder mob bondon
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ ‘জমি যার ঘের তার’ এমন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনে জিউধরা ইউনিয়নের শতাধিক ভূক্তভোগী জমির মালিকেরা মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, রিয়াদ হাওলাদার, ইব্রাহিম শেখ, পলি আক্তার ও কুরছিয়া বেগম।

morolgonje jomir malikder mob bondonn

বক্তারা বলেন, ২০০৬ সালে ৬৫ বিঘা জমির একটি মৎস্য ঘের কয়েক লাখ টাকার মাছসহ দখল করে নেয় আওয়ামী লীগ নেতা মহরআলী গাজী। পরে জমির মালিকদেরকে বিভিন্ন ধরণের মামলায় জড়িয়ে ঘেরটি তার করে ফেলে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পরে ঢাকায় একাধিক গণহত্যা মামলার আসামি মহর আলী গাজী আত্মগোপনে চলে যায়। এরপরে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা পুনরায় তাদের ঘেরটি দখলে নেন এবং মাছ চাষ শুরু করেন। মহর আলী গাজী বিভিন্ন লোক ভাড়া করে ও অপপ্রচার চালিয়ে ঘেরটি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে,আওয়ামী লীগ নেতা মহর আলী গাজী ও তার দুই ছেলে যুবলীগ নেতা মিজান গাজী ও সোলাইমান গাজীর নামে ঢাকার নিউমার্কেট ও মিরপুর মডেল থানায় জুলাই আগষ্টের গণহত্যাকালীন সময়ের ঘটনায় মামলা রয়েছে।

এ বিষয়ে জানার জন্য মহর আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana