সর্বশেষ:

kolom-academi-london-er-14-tomo-prtishtha-barshiki

কলম একাডেমি লন্ডন এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

kolom-academi-london-er-14-tomo-prtishtha-barshiki
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

অক্ষরে অমরতা শ্লোগানের আন্তর্জাতিক পতাকাবাহী সমাজকল্যানমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো। আজ ৩০ সেপ্টেম্বর। এ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন এস,এম আয়ুব আলী , সভাপতি কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটির,সিনিয়র সহ সভাপতি – বাসব নন্দী এবং সহ সাংগঠনিক সম্পাদক , কেন্দ্রীয় কমিটি,জি এম জাকির হাসান , সাধারণ সম্পাদক , কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় কমিটি, কানিজ নাজমা ফেরদৌসী , যুগ্ম সাধারণ সম্পাদক , খুলনা বিভাগীয় কমিটি,এবং সহ সমাজকল্যান সম্পাদক কেন্দ্রীয় কমিটি, শিরিনা পারভীন , পাবলিক রিলেশন সম্পাদক খুলনা বিভাগীয় কমিটি, মোঃ ইউনুস আলী সহ সভাপতি খুলনা বিভাগীয় কমিটি,শেখ মোঃ রফিকুল ইসলাম , প্রচার সম্পাদক খুলনা বিভাগীয় কমিটি, মোঃ উসমান গণী , সভাপতি কলম একাডেমি লন্ডন খুলনা জেলা কমিটি , মোঃ আব্দুল কুদ্দুছ সহ সভাপতি কলম একাডেমি লন্ডন খুলনা জেলা কমিটি এবং আরো অনেকে। কলম একাডেমি লন্ডন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। একদিন হাঁটি হাঁটি পা পা করে যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল আজ তা’ বিশ্বব্যপি সমাদৃত আন্তর্জাতিক মানের সাহিত্য ও সমাজ কল্যানমূলক সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ২৭ টি দেশে রয়েছে এ সংগঠনের অগনিত শাখা। এ সংগঠনের সাথে যুক্ত সবাই সাহিত্য এবং সমাজ কল্যানমূলক, আত্বমানবতার কাজে সর্বদা তৎপর।
প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব প্রফেসর নজরুল ইসলাম হাবিবী স্যার কে। সংগঠনের সাথে যুক্ত কেন্দ্রীয় কমিটি,বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
আমাদের দাবি লেখক মন্ত্রনালয় প্রতিষ্ঠা হোক।লেখক কল্যান ব্যাংক প্রতিষ্ঠিত হোক।
১৮ সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবস ঘোষনা করা হোক।
১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana