সর্বশেষ:

paikgacha-powrosova-proshahsok

পাইকগাছা পৌরসভার প্রশাসক হলেন ইউএনও মাহেরা নাজনীন

paikgacha-powrosova-proshahsok
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

রোববার বিকাল সাড়ে চারটায পৌর ভবনের মেয়রের কার্যালয়ে ভার্চুয়াল স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ ইউসুপ আলীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও মাহেরা নাজনীন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা সহ কর্মকর্তা কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসককে। পরে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর -১ শাখা উপ সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগ হতে গত ১৮ আগস্ট ২০২৪ তারিখের ৯৯৮ নং প্রজ্ঞাপন, ২২ আগস্ট ২০২৪ তারিখের ১০০৩ ও ১০০৪ প্রজ্ঞাপন এবং ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ১০৫৭ নং প্রজ্ঞাপন এবং অংশবিশেষ সংশোধন করে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ৪২ক ধারা মোতাবেক ২৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে পৌর প্রশাসক হিসেবে ইউএনও মাহেরা নাজনীনকে নিয়োগ দেয়া হয়। অনুষ্ঠানে সদ্য বিদায়ী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) এস এম ইমদাদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আলম, উপসহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মো: সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্রনাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ রায়, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক, কবিতা রাণী গাইন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, নাগরিক সেবা যাতে কোন ভাবেই বিঘ্ন না হয় সেভাবে সকলকে কাজ করতে হবে। যত্নবান হতে হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana