সর্বশেষ:

পাইকগাছায় ইউনিয়ন বিএনপি

পাইকগাছায় ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছায় ইউনিয়ন বিএনপি
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর ও কৃষকদলের নেতা কে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন গড়ইখালী ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু জাফর মল্লিক। তিনি লিখিত সংবাদ সম্মেলনে বলেন আমি দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংগঠনিক দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছি। ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডে না থাকার কারণে তারা আমার উপর প্রায়ই চড়াও হয়।

২৯ আগস্ট সভাপতি ও যুগ্ম সম্পাদক আমাকে তাদের সাথে মানুষের ঘের দখল সহ বিভিন্ন অপকর্মে যুক্ত হওয়ার কথা বলে। আমি এর প্রতিবাদ করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আওয়ামী লোকজনের মোটরসাইকেল বহর নিয়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির অফিসে যায়। সেখানে আমাকে না পেয়ে অফিস ভাংচুর করে। পরে আমার বাড়িতে গিয়ে আমার পরিবার কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আবু জাফর মল্লিক।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana