পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইমার্জেন্সি সাপোর্ট ফর দি সাইক্লোন রেমাল এ্যাফেক্টেড পিপল ইন বরগুনা, খুলনা এন্ড পটুয়াখালী ডিস্ট্রিক্টস প্রজেক্ট এর আওতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এ অবহিতকরণ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী শাহাদৎ হুসাইন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান,
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব সঞ্জিব কুমার ঘোষ, ফারুক হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উত্তরণের প্রোজেক্ট ম্যানেজার ইমরান হোসেন, শেখ রুসায়েত উল্লাহ, মাহফুজা সুলতানা ও নাজমুল বাশার। এ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫০ জন উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া সাইক্লোন রেমাল প্রকল্পের আওতায় ৪১০ পরিবারকে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ, স্টার্ট ফাইন্ড প্রকল্পের আওতায় ১২৩০ পরিবারকে হাইজিন কিট ও খাবার, ২টি রাস্তা সংস্কার, সেভ দ্যা চিলড্রেন প্রকল্পের আওতায় ১৫০ জনকে ১০ হাজার সেল্টা ও ৬টি স্কুলে ৫০ হাজার টাকা ও সাইক্লোন রেমাল শেল্টার রেসপন্স প্রকল্পের আওতায় ৪৬৬ পরিবারকে ঘর তৈরীর উপকরণ সহায়তা প্রদান করা হয়।