পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠন কে গতিশীল করতে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার কে আহবায়ক ও দীপঙ্কর কুমার সাহা কে সদস্য সচিব করে ১১ সদস্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে কিছু বিতর্কিত আইনজীবী কে অন্তর্ভুক্ত করায় জাতীয়তাবাদী চেতনা ও আদর্শের আইনজীবীদের মধ্যে চরম বিতর্কের সৃষ্টি হয়। বিতর্ক এড়াতে কমিটি গঠনের একদিন পর ৩০ আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রবীণ আইনজীবী আলহাজ্ব জিএ সবুর ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তারের যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়।