পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার সোলাদানা পাইকগাছায় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই আসলাম এবং কামরুল গাজীর বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য লিজ ঘের করা, হারির টাকা না দেওয়া সহ নারী নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের নায়েবখালী গ্রামের মৃত সুধীর সরদারের ছেলে বিপ্রদাস সরদার।
তিনি রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ১৯৮৬ সালে আমাদের সম্পত্তিতে জোর পূর্বক লিজ ঘের করে। আমার পিতা বাঁধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩০ বিঘা সম্পত্তি দখল করে নেয়। যে সম্পত্তির তিনি কোন হারি দেন নাই। এছাড়া আমাদের বাড়ীর সংলগ্ন আমাদের জমি সহ অন্যান্যদের জমি নিয়ে মান্নান গাজীর ভাই কামরুল গাজী মৎস্য লিজ ঘের করে আসছে। যেখানে আমার ২২ বিঘা জমি রয়েছে। যার হারির টাকা চাইলে কামরুল গাজী অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয়। বর্তমানে কামরুলের কাছে ১৪ লাখ ৭৫ হাজার টাকা হারির টাকা পাওনা রয়েছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সহ ৩ ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও করেন বিপ্রদাস বিশ্বাস। তিনি বলেন, তাদের কাছে আমি ও আমার পরিবার জিম্মি হয়ে হয়রানী ও নির্যাতনের শিকার হচ্ছি।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান বিপ্রদাস সরদার।