সর্বশেষ:

মোংলা- বেনাপোল রুটে ট্রেন

ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর মোংলা- বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু

মোংলা- বেনাপোল রুটে ট্রেন
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

মোংলা- বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু আজ শনিবার (১ জুন) থেকে বেনাপোল বন্দর থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। সকাল ১০টায় প্রায় হাজারো যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। মোংলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য হাবিবুর নাহার।

এ সময় মোংলা রেলস্টেশনের স্টেশন মাস্টার এইচএম মনির আহমেদসহ রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর ২টা ১০ মিনিটে মোংলা স্টেশনে পৌঁছায় ট্রেনটি। স্টেশনে ট্রেন পৌঁছালে স্থানীয় ও যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথম দিন হওয়ায় ট্রেন পৌঁছাতে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে তেমন কোনো উদ্বেগ ছিল না সাধারণ মানুষের মধ্যে।

এটি খুলনা ফুলতলা হয়ে মোংলায় যায় ফুলতলা রেল স্টেশন মাস্টার জামাল খান জানান বারোটা পঞ্চাশে ট্রেনটি মোংলায় পৌঁছানোর কথা কিন্তু প্রথম দিনের সামান্য বিলম্ব হতে পারে। বেনাপোল থেকে ছেড়ে আশা ট্রেন মোংলায় পৌঁছায় ২টা১৫ মিনিটে পরে মোংলা থেকে ট্রেনটি দুপুর ৩টায় বেনাপোলের উদ্দেশ্যে ছাড়ে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রতি মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য সবদিন এই রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রা বিরতির পর মোংলায় যায়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল -মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তবে এই রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এর আগে গত ১ নভেম্বর রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। খুলনা থেকে মোংলায় ট্রেন চালু হওয়ার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতির দুয়ার খুলল। অনেক মানুষ মোংলায় চাকরি করে তারা এই ট্রেনের মাধ্যমে খুলনা থেকে যাতায়াত করে সুফল ভোগ করবে। এছাড়া ব্যবসায়ীরা খুব সহজে বন্দর থেকে মালামাল পরিবহন করতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana