সর্বশেষ:

কৃষক  কৃষাণি 

ডুমুরিয়ায় দু’দিন ব্যাপি কৃষক  কৃষাণি  প্রশিক্ষণের সমাপনি সভা অনুষ্ঠিত 

কৃষক  কৃষাণি 
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা, জৈবসার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সমাপনি অনুষ্ঠানে  কৃষিবিদ উপজেলা  কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন এর সভাপতিত্বে  বিভিন্ন ফসলের পোকামাকড়  দমন,নিরাপদ  খাদ্য উৎপাদ করে  পারিবারিক চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ভাবে  লাভবান  হওয়ার পদ্ধতির  নিয়ে  আলোচনা  করেন, কৃষি সম্প্রসার অধিদপ্তরের অতিরিক্ত  উপপরিচালক  উদ্ভিদ  সংরক্ষন৷ কর্মকর্তা  এসএম মিজান মাহমুদ।

এ ছাড়া কৃষিবিদ অধীর কুমার  বিশ্বাস ওমোঃ হাবিবুল্লাহ  প্রশিক্ষক হিসেবে  উপস্থিত  ছিলেন ।

গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর  কৃষি  উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণের  অনুষ্ঠিত হয়।  উপজেলার ১৪ টি ইউনিয়ন  থেকে ৩০ জন কৃষক  কৃষাণি  এ  প্রশিক্ষণে অংশগ্রহণ  করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana