সর্বশেষ:

ballo bibaho

অবশেষে বন্ধ হল বাল্য বিবাহ

ballo bibaho
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমানের হস্তক্ষেপে অবশেষে বন্ধ হল বাল্যবিবাহ।

সূত্র প্রকাশ, বৃহস্পতিবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের কোদলা এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে বিবাহ হতে যাচ্ছিল পার্শ্ববর্তী সুন্দরমহল গ্রামের রবেন মন্ডল এর পুত্র সৌরভ মন্ডলের সাথে।

এলাকাবাসী ও মিডিয়াকর্মীর হস্তক্ষেপে বটিয়াঘাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান এর হস্তক্ষেপে বন্ধ করা হলো বাল্যবিবাহ। স্থানীয় বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এএসআই গণপতি সরকার নিশ্চিত করেন, বাল্য বিবাহ টি অবশেষে বন্ধ হয়েছে।

সূত্রে প্রকাশ,স্থানীয় এক ইউপি সদস্যর নেতৃত্বে এই বাল্য বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছিল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana