সর্বশেষ:

চিত্রা এক্সপ্রেসের

মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা। রুট পরিবর্তন হবে চিত্রা এক্সপ্রেসের

চিত্রা এক্সপ্রেসের
Facebook
Twitter
LinkedIn

পদ্মা রেল সংযোগ প্রকল্পে আসছে নতুন চমক। খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়। বেনাপোল থেকে ঢাকা যাওয়া যাবে ৩ ঘন্টা ৩০ মিনিটে। খুলনা – ঢাকা রুটে প্রতিদিন ৪ টি ট্রেন চলাচল করবে। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের রুট আংশিক পরিবর্তন হবে। ট্রেন দুইটি রাজবাড়ীর পরিবর্তে কাশিয়ানী হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন হয়ে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ট্রেন গুলোর বেইজ হবে খুলনা।

এখন থেকে ঘরে বসেই ট্রেনের লোকেশন জানতে পারবেন মোবাইলের মাধ্যমে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর গিয়ে BR Explorar নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে, এবং যাবতীয় তথ্য দিয়ে লগইন রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেফার কোড এর অপশনে FZBC626022 এই নম্বরটি বসিয়ে দিন। প্রথম দশবার বিনামূল্যের ট্রেনের সর্বশেষ লোকেশন দেখতে পারবেন, পরবর্তীতে প্রতিবার ট্রেকিংয়ের জন্য দুই টাকা করে চার্জ কাটা হবে, যেটা বর্তমানে মোবাইলের মেসেজে ৫ টাকা করে চার্জ করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana