বিশেষ প্রতিনিধি
“স্মার্ট কৃষি,স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা উদ্বোধনী সভা উপজেলা কৃষি অফিস মাঠে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, কৃষি কর্মকর্তা মো আবু বকর সিদ্দিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবির আহমেদ খান,প্রানি সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,
মহিদুল ইসলাম শাহীন,কাজি আতিক,অজিত কুমার রায়,এস এম রব, অরুপ কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান,অন্জন কুমার বিশ্বাস,দিপন কুমার হালদার,জীবনানন্দ রায়, মোস্তাফিজুর রহমান,কমলেশ বালা,পিন্টু মল্লিক,দীপংকর মন্ডল,বিষাদ সিন্ধু মন্ডল, প্রতাপ বালা,মোঃ আনিচুর রহমান,শিউলি রানি বিশ্বাস, নিবেদিতা বাছাড়,রাজিব বিশ্বাস,ধ্রুব জোতি সরকার,
রমেন্দ্রনাথ গাইন,তরুন মজুমদার,আ’লীগ নেতা অনুপম মন্ডল,কৃষক লীগ নেতা মোল্যা ইসমাইল হোসেন,মোট ১৩ টি ষ্টল বসেছে। আগামী দুই দিন এই মেলা চলবে। এসময় বক্তৃারা বলেন,খাদ্য উৎপাদন ব্যবস্হা টেকসই রাখতে হলে ফসল উৎপাদন করতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির কোন বিকল্প নেই।