সর্বশেষ:

পাইকগাছায় মোটর সাইকেলে

পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ; চালক আহত

পাইকগাছায় মোটর সাইকেলে
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ঈদের দ্বিতীয় দিনে মটরসাইকেলের ধাক্কায় রঘুনাথ মন্ডল (৫২) নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল আনুঃ সাড়ে ৪টার দিকে লস্কর ইউপির খড়িয়া ঢেমসাখালীতে পাইকগাছা-গড়ইখালী সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রঘুনাথ ঢেমসাখালীর মৃতঃ বসন্ত মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র থেকে জানা গেছে, রঘুনাথ ঘটনার পুর্বে বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এ সময় চালক সুমনের দ্রুত গতির বাইকের ধাক্কায় তার মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেলে নেয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঃ ঘোষনা করেন। আহত বাইক চালক সুমন নামক কিশোরের বাড়ি চাঁদখালী ইউপি’র মৌখালীতে।

মোটরসাইকেলটি আটক করেছে থানা পুলিশ ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana