মোঃপারভেজ খাঁন ইমন লবনচরা (খুলনা) প্রতিনিধি
খুলনায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাসের স্ত্রী মাহমুদা আক্তার মিলির মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে মাহমুদা আক্তার মিলির কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ হত্যা মামলায় অভিযুক্ত আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাসকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাতে তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলিকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৬ মার্চ রাতে মিলির মা সেলিনা বেগম বাদি হয়ে তারেক বিশ্বাসসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলায় আড়ংঘাটা থানার নিউ বিশ্বাস প্রপার্টিজের অফিস থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তারেক বিশ্বাস খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারার ছোট ভাই।
মামলার অপর আসামি তারেক বিশ্বাসের প্রথম স্ত্রী নাসিমা বেগম ও বেল্লাল পলাতক রয়েছেন।