সর্বশেষ:

ডিবি পুলিশের যশোরে অভিযানে

ডিবি পুলিশের যশোরে অভিযানে ৩ কেজি ৩৫৬ গ্রাম সোনার বারসহ আটক দুই

ডিবি পুলিশের যশোরে অভিযানে
Facebook
Twitter
LinkedIn

বেনাপোলপ্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে ৩২ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এ সময় সোনা পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

জব্দকৃত সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।

ডিবি ‍পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে প্রাইভেটকারটির গতিবিধি লক্ষ্য করা হয়। পরে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে কসটেপ দিয়ে পেঁচানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুলে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana