পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে কুমির দেখা গেছে। কুমিরের ভয়ে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কপোতাক্ষ নদে নামা বন্ধ করে দিয়েছে এলাকার লোকজন। উপকূলের এসব নদ- নদীতে কুমিরের বাস থাকাটাই স্বাভাবিক। সুন্দরবনের নদী বয়ে কুমির চলে আসে। ফলে কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন জেলেরা।
শনিবার সকালে পাইকগাছার কপোতাক্ষ নদে কুমির দেখা গিয়েছে। কপোতাক্ষ নদের আলমতলায় নদীর চরে কুমির দেখা যায়। এসময় এলাকার লোকজনের ডাক চিৎকারে কুমির নদীর পানিতে নেমে যায়। ভয়ে নদের তীরে বসবাসকারী সাধারণ মানুষ নদীতে নেমে গোসল করা, পানি নেওয়া বন্ধ করে দিয়েছে।