সর্বশেষ:

মাদ্রাসায় নিয়োগ

কয়রার দক্ষিণ মহেশপুরীপুর দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মাদ্রাসায় নিয়োগ
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ মহেশপুরীপুর দাখিল মাদ্রাসায় সুপার, নিরাপত্তা কর্মী এবং আয়া পদে নিয়োগ পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের ডিজির প্রতিনিধি সুলতান আহমদ ও কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের উপস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার অত্র মাদ্রাসার শ্রেণি কক্ষে সকাল ১০ টায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ পরীক্ষায় সুপার ৪ জন নিরাপত্তা কর্মী পদে ১১ জন এবং আয়া পদে ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ টিপু সুলতান, অত্র মাদ্রাসার সভাপতি মোঃ খান জাহান আলী সবুজ, মহেশ্বরীপুর ইউনিয়নের ইউ পি সদস্য মোঃ মিজানুর রহমান খোকন প্রাক্তন ইউ পি সদস্য আবু সাইদ সরদার সহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষকরা ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিততে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্যরা পরীক্ষার খাতা যাচাই বাছাই করে পরীক্ষাদের তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় মাদ্রাসার সভাপতি মোঃ খানজাহান আলী সবুজ বলেন দক্ষিণ মহেশপুরীপুর দাখিল মাদ্রাসাটি ১৯৯২ সালে স্থাপিত হয় এবং অতি সুনামের সাথেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। অদ্য মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেন্ড মাওলানা আয়ুব আলী বলেন বিগত কয়েক বছর যাবৎ দক্ষিণ মহেশপুরীপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীরা সুনামের সহিত ভালো ফলাফল করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana