ওয়াহিদ মুরাদ খুলনার দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে দিঘলিয়া উপজেলার পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল।
জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সুগন্ধি গ্রামের সুগন্ধী রোজ ক্লাবের পাশের মামুন তালুকদারের বড় বাড়ির ভিতরে অদ্য ১১ মার্চ সোমবার সকালে একটি নিরীহ গন্ধগোকুল ফাঁদে আটকা পড়ে । বিষয়টি বাড়ির লোকজন সচেতনতার সঙ্গে দ্রুত গন্ধগোকুলকে উদ্ধারের জন্য পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলকে ফোনে অবহিত করে। আলোর মিছিলের শেখ তারেক বন্যপ্রাণী উদ্ধার কর্মী মোঃ আকীব হোসেনকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে বন্যপ্রাণী গন্ধগোকুলকে সাহসিকতার সঙ্গে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং প্রাণীটিকে একটি নিরাপদ জঙ্গলে অবমুক্ত করে ।
উল্লেখ থাকে যে, বন্যপ্রাণী উদ্ধারকারী কর্মী মোঃ আকিব হোসেন গুইসাপ এবং পাশাপাশি গন্ধগোকুল উদ্ধারে বাংলাদেশের আলোর মিছিল সংগঠনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
গন্ধগোকুল মূলতঃ একটি নিশাচর প্রাণী। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। অন্য খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। গন্ধগোকুল নামের ধূসর রঙের এই প্রাণীটির অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রায় পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে এরা বিচরণ করে। বিচরণের সময় আশেপাশে খুলনার বিখ্যাত ভাটেল চাল�