সর্বশেষ:

ডুমুরিয়ায় -

ডুমুরিয়ায় এনজিও কর্মীদের উপর হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

ডুমুরিয়ায় -
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি ;

খুলনার ডুমুরিয়ায় বেসরকারি সংস্থা নিজেরা করি’র কর্মীর উপর হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার বান্দা বাজারে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ও মানববন্ধনে বক্তব্য রাখেন,ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সহ-সভাপতি তাপসী মণ্ডল, সাবেক সভাপতি বনচারী মণ্ডল, সহ-সাধারন সম্পাদক চন্দনা বৈরাগী, ভূমিহীন নেত্রী কাকলী মণ্ডলসহ সাহস ইউনিয়নের ভূমিহীন নেতা বাসুদেব কুন্ডু, ১০ নং ভান্ডার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবু হিমাংশু বিশ্বাস, ইউ,পি সদস্য প্রীতিশ বৈরাগী, রঞ্জন বালা, শিক্ষক সৌরীন্দ্র নাথ হালদার প্রভাষক সত্য প্রসাদ মল্লিক এবং নিজেরা করির খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার সহ আরো অনেকে।

ডুমুরিয়ায়

মানববন্ধনে দুই শতাধিক নারী -পুরুষ ও কিশোরী – কিশোর অংশগ্রহন করেন। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জয় বৈরাগী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যা ৭টার সময় জয়, বৈরাগীর নেতৃত্বে ৫/৭ জন মদের বোতল সহ মদ্যপ অবস্থায় বান্দা নিজেরা করি অফিসে এসে কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কর্মীরা গালিগালাজের প্রতিবাদ করায় জয় বৈরাগীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অফিসে হামলা করে এবং কর্মীদের মারপিট করে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে নিজেরা করি ডুমুরিয়া থানয় লিখিত অভিযোগ দায়ের করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana