সর্বশেষ:

আদালতে সাংবাদিকের মামলা

ভুল চিকিৎসার কারণে ডাক্তারের বিরুদ্ধে আদালতে সাংবাদিকের মামলা

আদালতে সাংবাদিকের মামলা
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি, খুলনা

খুলনার দৌলতপুরের বোরিক হোমিও ফার্মেসির চিকিৎসক জি এম খালেকের বিরুদ্ধে ডিবিসি চ্যানেলের সাংবাদিক ইসমাইল হোসেনকে টানা ৬ মাস স্টেরয়েড দিয়ে ভুল চিকিৎসা করে কোমরের দুটো জয়েন্ট নষ্ট করে দেওয়ায় আদালতে মামলা দায়ের হয়েছে।

নালিশী দরখাস্ত এবং বাদীর নিকট থেকে জানা যায়, বাদী ইসমাইল হোসেন পেট, কোমর, শরীরের মাংসপেশিতে ব্যাথা সহ খেতে পারেনা, দুর্বলতা এবং জ্বরে আক্রান্ত হয়ে গত ১৯-০৭-২০২২ ইং তারিখ বিকাল ৫টায় দৌলতপুর বোরিক হোমিও ফার্মেসির ডাক্তার জি এম খালেক এর কাছে চিকিৎসার জন্য যান। ডাক্তার তাকে একটানা ছয় মাস ধরে ওষুধ সেবনের জন্য পরামর্শ দেন। ঔষধ গুলো খাওয়ার মধ্যকার সময় বাদী সুস্থ থাকে।

তারপর ঔষধ ছেড়ে দিলে হঠাৎ রোগীর ২ কুচকিতে টান শুরু হয় এবং প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং নড়াচড়া করলে কোমরের ভিতর কট কট শব্দ হয়। প্রেক্ষিতে রোগী ইসমাইল হোসেন ডাক্তারের চেম্বারে যেয়ে ডাক্তারকে বলেন- আপনার ঔষধে আমার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে । সে সময় ডাক্তার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা অস্বীকার করে তার ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই বলে রোগীকে কিছু ব্যথার ঔষধ দেন। তাতে কিছুদিন পর বাদীর আরও সমস্যা দেখা দেয় ।

পরবর্তীতে বাদী ইসমাইল হোসেন BSMMU (সাবেক পিজি হাসপাতাল) এ উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা করান। সেখানে ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বাদীকে জানান, না জেনে স্টেরয়েড ঔষধ দেওয়ার ফলে বাদীর কোমরের দুটো জয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে। এই রোগের নাম Avascular Nacrosis।

হোমিও ডাক্তারের দেওয়া ঔষধেই অতিরিক্ত মাত্রায় স্টেরয়েডের জন্যই এমন হয়েছে। যেটা অন্যান্য ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে উল্লেখ করেছেন বলে বাদী জানান। তিনি বলেন হোমিও ডাক্তার আমাকে থাম, ক্যাপ, হাব্বে, হেল

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana