খবর বিজ্ঞপ্তি:
খুলনার দাকোপ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ এ নির্বাচিত পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
সুত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দাকোপ রিপোর্টার্স ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জয়দেব চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে এ ক্ষমতা হস্তান্তর করা হয়।
শুক্রবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে ক্লাব সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে বিদায়ী কার্যনির্বাহী পরিষদ নবনির্বাচিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
এ সময় বিদায়ী সভাপতি মো. রুমান আহমেদ, সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, কোষাধ্যক্ষ অরুপ সরকার, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি রতন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি দেবাশীষ বাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কাজী, কোষাধ্যক্ষ মো. রহমত আলী, দপ্তর সম্পাদক রুদ্রাশীষ মণ্ডল ও নির্বাহী সদস্য তবিয়াজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দাকোপ রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।